পল্লী সরোবর, শ্যামল গাছের সারি
শানবাঁধা ঘাটে তুমি দাঁড়িয়ে একা,আঁকা বাঁকা এক ফালি ছায়া,


তরঙ্গে তরঙ্গে দোলে।
এলোচুল কিছু ওড়ে বাতাসে,কিছু রোদে লুকোচুরি খেলে।


হেলে পড়া বহেড়ার ঘন ছায়া, আড়ালে লুকিয়ে
আমি বাঁধা পড়ে ফাঁসে, চারি দিকে লুটোপুটি বন্ধুর ফেনিল মায়া।


সেদিন,
ভেসে  আসে সঙ্গীত অনেক পুরানো গান আবেগ ভরা।
অশান্ত যৌবনের প্রাথমিক পিচ্ছিল সোপানে পা টিপে টিপে
তোমার পড়ার ঘরের জানালার পাশে উঁকি মারি নিঃশ্চুপে
তুমি আগোছালো, বুকের ওড়না কখন পড়ার টেবিলে।
তোমার অজানা ,আমি অনাহূত ক্ষনিক  লজ্জিত ভুলে।
মন কেন ফিরে যেতে চায়, আড়ালে লুকিয়ে দেখি সে কি তুমি জানতে ।
কেন যেন মনে হল তুমি বড় আনমনা থাক একান্তে ,


আমি আশাহত, তুমি কোমল ফুলের মতো উদাসিনী
শান্ত অসহায়া।