এমন জনম কি গো মানবেরে দিতে হয়
মরম  জ্বালাতে জ্বলি আপনাতে বাঁধা রয়।
কেবলই পরান কাঁপে
পড়িনু কি মহা পাপে
আকাশে বাতাসে প্রভু হতাসার ব্যাথা বয়।


তুমিতো রয়েছ প্রভু
ভয় কেন জাগে তবু
বঞ্চিতে ক্ষমা করে, দিও তুমি বরাভয়।


কি জানি কি তব চাওয়া,
হে মাধব চাহ তুমি,
ভেবে জীবন গেল
বুঝিতে পারিনে আমি।
অজ্ঞানে দিও  জ্ঞান,জীবন কেমনে সয়।