দিন  আসে রাত আসে
রং ঢেলে দিন ঢলে গোধূলি বেলা,
জোনাকিরা আলো নিয়ে লুকোচুরি খেলে
আঁধারের মখমলি কৃষ্ণ আঁচলে।
সুরভি বাতাস মেখে ঝরা কামিনী
সাথে নিয়ে এক বুক জ্বালা ।


কেউ জাগে সারা নিশি কেউ ঘুম ঘোর,
ভেঙ্গে পড়ে কারো খেলা ঘর ।
জীবনে জেগে ওঠে কারো  নয়া বালুচর ।
কোলাহল কলরব চঞ্চল দিনে ,
কখনো বা নিঃশব্দ শান্ত রজনী ক্ষণে।
ভাঙ্গা, গড়া, বিচ্ছেদ , মিলন মেলা।


নতুন আলো জ্বলে কারো জীবনে ,
বোবা এক নিশি অবসানে।
দীর্ঘ রাতের কারো শেষ আসেনা
নবীন অরুণ আলো চোখে ভাসে না।
এক বুক ব্যথা ভরে  চাপা পড়ে রাতের কবরে ,
কেউ দেখে  চিতা জ্বলে পূব আকাশে ।
প্রতিদিন তবু, দিন আসে রাত আসে।


এইবেলা বেলা শেষ, কিম্বা অবেলা।