জীবনে চলার পথ বন্ধুরময়
কখনো কখনো জাগে মনে সংশয় ,
পিছল পথে যদি হারাতে বসি
বন্ধু তখন তুমি হাত বাড়িয়ো ।


নিঃশব্দ আঁধার পথ পেরুতে হলে ,
ভেসে যদি যাই কভু অথৈ জলে ,
হারাতে থাকি যদি কৃষ্ণ অসীমে ,
বন্ধু তখন তুমি হাত বাড়িয়ো ।


কেহ সাথে নেই মোর দূর অজানায়
সুদূরে সুজন যদি ডাকেই আমায়,
সুপথের দিক আমি কেবলই খুঁজি,
বন্ধু তখন তুমি হাত বাড়িয়ো ।


শীতের দারুণ রোষে খসে পড়ে পাতা
পাণ্ডুর বিবর্ণ জীবনের খাতা-
পাঠের অযোগ্য সে ইতিহাস হারা,
বন্ধু তখন তুমি হাত বাড়িয়ো ।


গ্রাস করে মহাকাল নিঃশব্দ প্রলয়ে ,
কত স্মৃতি মুছে যায় নীল নীলিমায়ে,
দিশা হীন পথ ভোলা ক্লান্ত পথিক ,
বন্ধু তখন তুমি হাত বাড়িয়ো ।