আমার চেনা পাখি অচেনা আজ
কোন বনে তার বাসা!
টুকরো খড়ের কুটোর মতো
ছিন্ন ভালোবাসা।


ভগ্ন নীড়ে ছেঁড়া পালক
বাতাস এলোমেলো,
কি ছিলো তার মনের আশা
এমন দাগা দলো।
কন্ঠে যে তার মধুর ধ্বনি
আজো কানে বাজে,
বুঝেও কেন বুঝিনি হায়
মনের গোপন ভাষা।


ঐ পাহাড়ের বনে বনে
ঝরে পড়ে পাতা,
আমি কেন নতুন করে
খুলছি স্মৃতির খাতা।
কেন তারে ফিরে পেতে
মনে নতুন আশা।