আমার এক মাসী আছন,প্রচণ্ড মুখরা ।যে কোন ঘটনার মন্তব্য করতে তাঁর জুড়ি নেই।তার যে কটি ছেলে সব কটা হাড় বজ্জাৎ । মারপিঠ শ্লীলতা হানি,খুন জখম, ধর্ষন সবকিছুতেপ্রথম।কেলো,ভ্যাবলা...ইত্যাদি।এদের জন্য মাসী খুব গর্বিত। তবে ইদানিং ছেলেরা এমন কিছু করেছে যার জন্য চুপ। এই মাসীকে নিয়ে কবিতা।


মুখরা মাসী এখন বেশী কথাই বলেন না,
পড়সীরাকে ধমকি দিয়ে দমকে চলেন না।
মাছ ঢেকেছে শাকে, লুকিয়ে কোথায় থাকে,
তার অমর বাণী আর শুনিনা।
সবাই বলে কেউ জানি না
তবে হয়তো কোথাও লুকিয়ে এখন আল্লা রহিম ডাকে।


কেন কেন লুকিয়ে কেন!
চোরের মায়ের মতন যেন ।
সবাই বলে ,ওর তো অনেক ছেলে।
নাক কাটা, কান কাটা ,ল্যাংড়া ও কেলে...
চুরির দায়ে জেলখানাতে কেউ জানে না যেন ।


দেশদ্রোহী কোন বাছা
বোম বাঁধছে বাছা বাছা,
লোক করছে কানাকানি পাড়ার গলির বাঁকে,
মুখরা মাসীর মুখ বন্ধ সুপুত্তুরের শোকে।
তাই তো মাসীর কোমর ব্যাথা বন্ধ এখন নাচা।


তবে লুকিয়ে কোথায় থাকবি মাসী
খুঁজছে যে তোর প্রতিবেশী
জবাব এবার দিতে হবে সবার মাঝে এসে।
আম জনতা হুড়কো নিয়ে দুয়ার গোড়ায় বসে।
জবাব দিয়ে যেও তুমি ডাকছে তোমায় কাশী।