দাদন লেওয়া মুনিষ কামিন
আমরা দুজনে,
বেগার খাটি বাবুর ক্ষেতে
সুধার দিতে দিনে রাইত্যে
উধার তবু মিট্যে না যে
অভাব ঘরের কোনে।
ছা-ছানারা ভুখা থাক্যে
দয়ার চইখ্যে দেখে লক্যে
নিজের মনেই শরম জাগে
বিষম লাগে মনে ।
কদো চালের ক্ষুদি দানা
ভাবি দুখীর পায়েসপানা
গরম গরম আলনা পাতে
জীবন  টুকুর টানে ।
চৈত বোইশাখের রোদের তাপে
কাইল কি খাব ভাবনা কাঁপে
বারিষ তরে আকাশ গুনি
চাতক পাইখ্যের সনে ।