সবাই এখন প্রতিযোগী
তবে আসল যোগী কে!
যোগী কিসের প্রতিযোগী
কোথায় এত ভাগাভাগি!
তুমি আমি সবাই ভোগী
প্রতিভোগী কে!
দেহের রোগী চেনাই তো যায় ,
মরন কাতর রহে সদাই,
শুধু যায়  না চেনা খুব সহজে
মনের রোগী কে?


সমাজ-বাগীর গারদ হবে
অপরাধীর তকমা পাবে,
আরে,কোন্ আদালত রায় শোনাবে
হৃদয়-বাগীকে।
সমাজ তোমার কেমন বিচার,
এক যাত্রার পৃথক আচার!
কেমনে তুমি দাগিয়ে দিলে
‘মা ও মাগী’ কে?