মইয়ূর পেখম তুলি নাচত বিভঙ্গে,
পুঞ্জিত জলদের সিঞ্চিত অঙ্গে।
গাবত ঝরনা
শাওন তারানা,
জল নূপূর পায় নটিনীর রঙ্গে।


গলিত চাঁদের আলো মেখে জলকলি
টপকে বসুধা বুকে স্নিগ্ধা দুলালি।
বকুল ব্যাকুলা
বেলা অবেলা,
ঝরে ঝরে ঝ-রে পড়ে সুরভি সঙ্গে।


বিহঙ্গ মিথুন বসি সিক্ত কুলায়
প্রনয় রতন গুলি যতনে বাঁচায়।
লক্ষ স্বপনময়
ভালোবাসা বাসাময়,
ভিজে ভিজুক আজ বরষা তরঙ্গে।


জলছলো অঙ্গনে চাঁদনি কিরনে
জুড়ায় মনের তাপ,এসো এইক্ষনে।
বিগলিত ধারা
পাগল পারা,
চুমে চুমে, চু-মে যাক অঙ্গে অঙ্গে।
ভেসে ভেসে যাই চলো বরষা তরঙ্গে।