এক টুকু অনুরাগ
দাগ কেটে জীবনে আজীবন থাকে অম্লান।
এক ফোঁটা জলকনা
যদিও বর্ণ হীনা কত  গাথা দেয় সে বাখান।
দিগন্তের অন্ত কোথা,
মনতো মানে কোন অন্ত রেখা।
অনন্ত নীলিমা মাঝে অগ্নি বলয়
কার তরে জ্বেলে রাখে প্রদীপ শিখা।
সিন্ধু তরঙ্গ মালা
বেলা ভূমে মাথা কুটে সফেদ ফেনিল,
বালু চরে ধীরে ধীরে
একান্তে নিশি দিন হয় তো বিলীন।
মৌনে মুখরতা
কথা কাহিনী,ধ্বনি প্রতিধ্বনি ঊর্মিমালায়,
ছোট্ট এ তরী খানি
দুলে দুলে ভেসে রয় বেলা অবেলায়।