রেওয়াজ করেও আওয়াজটা তো
মধুর আজো হলো না,
শুধুই শুনি গঞ্জনা,আর
দোহাই এমন বলো না।


আমি কেমন করে পাবো বলো
কোকিল কুহু সুর,
বাঁশের বাঁশীর মরমী তান
ও কন্ঠ বুনো ঘুঘুর।
বন তটিনীর পায়ের মলের
মধুর রিনি ঝিনি,
বলো না তার সু্রের ধ্বনি
কি দাম দিয়ে কিনি!
যে নূপূরের ছন্দ শুনি
ভরা শাওন রাতে,
কেমন করে দর হাঁকাবো
বর্ষা রানীর সাথে।


সবার কাছেই ঋ্নের বোঝা
বাড়ে দিনে দিনে,
তবু আবার ডুবতে রাজি
নতুন সুরের ঋ্নে।