স্মরনে না নিতে চাই
তবু ভুলি কেমনে,
হায় গজলের তারানায়
পড়ে তারে মনে।
সে যে কন্টক সজ্জিত শাখে
গোলাপ বাহারি,
আমি ক্ষত বিক্ষত তবু
বক্ষে জড়ায়ে ধরি।
লোক বাখানে কত
আপন প্রিয়ারে,
আমি কারে বা বলি কি
কোথা পাই তারে!
যে সাথীর তরে হারিয়েছি  
আমি, অভীষ্ট মঞ্জিলে,
আজ অবাক হব না আর,
আমারে সে ভুলিলে।


স্মরনে না নিতে চাই
তবু ভুলি কেমনে!


মূল ভাবঃ উর্দু কবি আহমেদ ফরাজ।