কাল বোশেখের ঝড়ের পরেই বৃষ্টি
আকাশ ভেঙ্গে।আঁধার নামে,বৃক্ষশাখে
একলা দুজন জেগে।ভেজা ডানা,মত্ত
বাতাস,বিজলি এলো মেলো।ছেঁড়া মেঘে
স্মিত হাসি স্নিগ্ধ চাঁদের আলো।সবুজ
পাতায় আলোছায়া হাত ছানি মিলনে।
তখন বাসর শয্যা সাজায় দুজনে।
প্রভাত আসে আশাবরী আলোর বেশে।


কত খুশী ছোট্ট নীড়ে সদ্য দুটি ছানা,
ওদেরই ক্ষুধার আহার খুঁজে আনা।
সময় কাটে এক নিমেষে। ক্রমে ওরা
ওড়ার ডানা মেলে।বাছারা নীড় ভোলে।
আজ সময় স্থানু,নিঃস্ব শুকনো ডালে।
অতীত স্মৃতি বুকের মাঝে,অশ্রু জলে।