আমি ভেবে ভেবে ভাবার চিন্তা করা ছেড়েই দিয়েছি
এবার থেকে প্রতীক্ষারই স্বাধীন শপথ নিয়েছি
যা হবার তা হবেই যখন,শান্ত থাকাই ভালো।
মিছে এত সাবধানতা, কি সের
আড়াল বলো!


শুনি, দুনিয়াকে যে খুশী রাখে ,সে নিজেও কেঁদে ওঠে
হতে পারে সবার দুঃখ তারই হৃদয় পটে।
হীরে তো কি হয়েছে ,পাথর আসলে।
জলে ডোবাও হাজার বছর
মিলবে নাকো গলে।


মাটির যখন প্রদীপ আমি জ্বালিয়ে দিতে হবে।
নিজের ত্থেকে আলো দেব আদেশ পেলাম কবে।
চলতে চলতে দীর্ঘ পথে ক্লান্তি ওঠে জেগে।
তবু পাড়ি দিতেই হবে,
সন্ধ্যা নামার আগে।