সে দিনে আর আজের মাঝে কত ব্যাবধান
দুজনেই সে মানি,
সে ছিলো এক অনন্য কথা
আজ আর এক অন্য কাহিনী।
আইনার চোখে সে দিন তুমি
মন ছোঁয়া মোহিনী,
কভু জ্যোছনা মাখা হিমের স্পর্শে
যেন  শরতের রজনী।
আমি মধু বসন্তের পাগল হাওয়া
এলমেলো ওড়া ওড়নী,
তুমি নকল রাগের বোর্খাসিনা
লজ্জাতে অভিমানিনী।


কথা গুলো সব তাসের মহল
ভেঙ্গে পড়ে উড়ে গেছে,
হাওয়ায় ভাসে পুরাতনী সুর
আজ মনে হয় মিছে।
কেউ কি কারো খবর রেখেছি
নাকি নেবার সময় কই!
যখন যেমন যেখানে রয়েছি
অতীতে উদাস রই।


আজ কে আমার অঙ্গন জুড়ে
ভরা রঙ্গন  ফুলে,
তোমারও হয়তো বাসা মুখরিত
জীবন বৃক্ষ ডালে।


অনন্য কথার শেষ থেকে শুরু
কোন অন্য এ কাহিনী,
তুমিও আছো আমিও আছি
আর কিছু আনশুনি।