ফেলে আশা সুহানা ক্ষন যতই হোক  না স্মরনীয়  
তবু  স্মৃতির পায়রা কি আর ডানা মেলে অসময়ে উড়ে!
আগের মতো দোতলার ছাদে গিয়ে উজ্বল কাঁচা রোদে
মনখুলে আবারও এক বার হাওয়ায় ভাসি চুলের লহরে।


পড়ার আছিলায় বার বার সহপাঠিনীর বাড়ীতে যাওয়া  
আজ একান্তে ভেবে ভেবে হাসি পায় পুরানো সে বাহানা ।  
পাড়ায় বেড়াতে যাওয়া এত দিন বাদে আজ ভাবনার পারে,
শুধু শুধু কি হবে গিয়ে? দূর কোন গাঁয়ে বধূ নীল নয়না।


আঙ্গিনার এক কোনে গুলঞ্চ তলায় একলা বসা,
আজ বাংলোর বাগিচায় বসে বসে, স্বপ্ন মনে হয়।
বান্ধবীর জন্ম দিনে আগে ভাগে সেজে গুজে আসা
দিন গেছে এমন ফ্যাশনে মাতার সময় তো নয়।
শুধু দিনগত নিরালায় বসে বসে এক এক দিন বহানা,
এমন অনুভুতি  মিতা,যাই বলো অভিনয়ে আসেনা।