কে তুমি আগন্তুকা তোমার দেখা পেলাম যবে,
যেন আমার নয়ন জুড়ে বিশ্ব জগৎ এলো নেবে।


তুমি  যে আমার সকল গীতের রাগ ও রাগিনী
এ জিন্দেগী তোমারই লাগি ফুলের হাসি মানি।
যেন শতাব্দী ভর ভালোবাসা যত দলিলে স্বীকৃত ,
মোর স্বপ্নের রঙ পেখম মেলে বাস্তবে পরিনত ।
তুমি জেগে থাকো মোর বক্ষ জুড়ে, হৃদয়ের স্পন্দনে
রহি রহি গুঁজ ওঠে সেহনাই-এ মোর প্রশ্বাস সনে।


আঁধারের ছায়া দেখে আমি উঠি চমকি চমকি!
সন্ধ্যার রজনীর নীরবতা ছড়িয়ে  জড়িয়ে যায়
তোমায় পেয়েছি কাছে তাই গজল গাহি কি!


মূল ভাবঃ উর্দু কবি আহমেদ ফরাজ।