জয় চেয়েছি আমি, শুধু জয়
এতে কেউ গুলি খেয়ে অঙ্গ হারালো, কে কোথায় হারালো সন্তান ,
আজে বাজে ভাববার এ সময় তা নয় ।


প্রতিবাদীর কন্ঠ স্বর স্তব্ধ করে দাও, তাতে যদি হয় হোক শসান স্তব্ধতা।
ভেবেছে কি মেনে নেব, কারো অবাধ্যতা!
ক্ষমতার কেন্দ্রীকরনে কিছু কিছু হবেই তো ক্ষয়।
চিরাচরিত প্রথার মেরুদণ্ড ভেঙ্গেছি কবেই,
পুরানো হিসেব গুলো গুনে গুনে নেব ।তবেই,
তবেই না মুগ্ধ হব স্নিগ্ধ হব পরাস্তের চোখের জলে।
যে জলের কণায় কণায় হাহাকার হতাশার বিষাদ মেলে
পদে পদে শুনতে পাবে মৃত্যুর ভয়।


আমি তো এমন  কিছ বলছি না  নতুন,
ক্ষমতার স্বাদ পেতে, সে সকল কাহিনী কি ক্লিসে,পুরাতন?
সবাইয়ের লক্ষ্য এক জয়ের মালা,
শুধু ক্ষমতা মুঠোয় পেতে এ আমার নতুন কলা।
এ জয়ের সাথে নেই মায়া মমতা,মানবতা!সহমর্মিতা! যত সব ঠুনকো আবেগ।
বারুদের উত্তাপে বাতাসে বিলিয়ে দেব করুণার মেঘ।
আমার জয়ের যারা নির্মম সাথী তাদের ত্যাগে আমি দিই উপহার ,
অ-ন্যায়ালয়ে তারা পাবে সুবিচার।
তবে জয়ের সর্বক্ষন যদি পাশে রয়।


পরিণতি?
জয়ের নেশায় আমি মত্ত এখন।
তুমি ভাবো,তোমার হাতে তো অঢেল সময় ।