ডুবে ডুবে জল খাই তাই কারোই চোখে পড়ে না,
কেউ ভাবে ক-তো-ও ভালো জল টুকুও চায় না।
এক জন্মেই দুটো জীবন, মনের সুখে ভোগ করি
পোষাক ধুলেই বিশুদ্ধ, তাই রোজ কাচি আর রোজ পরি।
দিনের আলোয় এক রকম আর রাতের কালোয় এক দিশা।
তারই মাঝে সমাজ,পতি,সংসারী ও গড় পড়তা ভালোবাসা।
জলের তোড়ে পেট ফুলে যাক, ঢেকে রাখার ঢের কিছু,
এটা তো ঠিক,জীবনটা মোর মেড়মেড়ে নয়  ধীরে চলে তোর পিছু।
কারো চোখে অধঃপতন, পর কালের ভয় দেখায় ,
আরে এ জীবনে কি দিলি তুই ডুবিয়ে রেখে ভ্রম নেশায়!
আমার বিচার করবে খোদা! খোদার বিচার কে করে,
কেন তবে এরা!, এরা! রোজ বাঁচে আর রোজ মরে!