দিক হারা নই আমি তবু
কেন যেন মনে হয় দিশা হীন দিশা হীন।
তবে কি অলীক আলোক রাশি সামনে আমার
সুদিশার পথে শুধু ধাবিত ওরাই।
আমি শুধু পরিত্যক্ত গতানুগতিক।


বাম ঘেঁষে পথ চলা পুরানো ধারনা
পুরানো এ পথে আর কেউ চলে না
এখন ডানের খুব বাড় বেড়েছে বেড়ে বেড়ে
একেবারে ডানপিটে ছেলে।
মিলে মিশে ঘেঁটে দিয়ে সঠিক বেঠিক।


ধ্রুব তারা দেখে তবু ভ্রম জাগে মনে
তারা! নাকি আলোহীন নিরেট গ্রহ
ঝকমকি ধার করা আলোর পোষাক
অসিত কদাকার অবয়ব ঢেকে।


বড়লোকি ঠাটবাট চলন বলন
আদতে উনুন তার জ্বলে না ঘরে
তবু তার বাহুবল হুঙ্কারে ভীত পড়শী
গুটি পোকার মতো আবদ্ধ খোলে বেদম,
ক্লান্ত, তন্দ্রাছন্ন বসে নির্বাকে।