এসো একটা গল্প বলি,
তোমার যদি জানাও থাকে মন দিয়ে তো শোন।
ভালো তোমার লাগতে পারে ,নাও পারে।
হয়তো হেথায় হোথায় অন্য কোথাও
দেখছো তুমি নিত্য।
তবু কানে কানে বলে রাখি গল্প হলেও সত্য ।


এক দেশের এক রানী
হাতী শালে হাতী ঘোড়া শালে ঘোড়া
তার চৌদ্দ পুরুষ সগ্গে গেছে,
এসব কিছু জম্মে দেখেনি।
তবু কিছু লোকের স্বপ্ন ছিল ,মানলো তারে রানী।


তার পরের ধনে পোদ্দারিটা
দেখার মতো বটে।
দয়ার সাগর জ্ঞানের সাগর
দুধের সাগর ক্ষীরের সাগর
কি নেই তার গুনে।
এক বার মাতাল গুলো মারা গেল
বিষাক্ত মদ খেয়ে,
দয়ার সাগর রানীর বুকে
মোচড় দিয়ে ওঠে।


বলে, আহারে দোষ কি ওদের
ওরা তো খাচ্ছিলো সব নগদ টাকায় কিনে,
দূর্ঘটনা ঘটে গেল।
গরীব সবাই,ওদের
পরিবারের বেহাল দশা।
এদের জন্য করব কিছু ভাবছি মনে মনে।


যেমনি ভাবা ওমনি হুকুম জারি,
কোষাধক্য এদের তুমি লক্ষ মোহর দিও।
আরে যে গেছে সে গেছে, পরিবারের
হালটা ভেবে দেখ।
আগে এরা বাঁচুক খেয়ে পরে।
তোষামোদি, তোষনকারী একযোগে ঘাড় নাড়ে।
বলে,এই না রানী!
সবার উপর নজর রাখে কত্তো।


তুমি ভাবছো নিছক গল্প।
তাই কানে বলে রাখি গল্প হলেও সত্য