এক পৌষে শীত যায় না তাই
এ পৌষেও এসেছে শীত,
ঝরে ঝরে পান্ডুর পাতা
নলেন গুড়ের পুরানো প্রীত।
জানতাম আমি আবার আমার
আসবেই প্রয়োজন,
তাই সুভাষিনী, মধুর ভাষণে
ডাকবেই প্রিয়জন।
তবে কি এবার প্রতিশোধ নেব
পুষে রাখা অভিমান?
তা কি করে হয়! তবে তো আমি
তোমারই গোত্র সমান।

প্রয়োজন হলে নিশ্চয়ই ডেকো
বাড়িয়ে দেবই হাত,
যদিও জানি ভুলে যাবে তুমি
দিয়েছি তোমারে সাথ।