দুঃখী মায়ের বক্ষ বিদারি কান্না। তবু কেমন যেন বধির সমাজ।
ক্ষমতার মোহে হারিয়েছে লাজ,শুধু সাপিনীর মতো দর্পিত ফনা
ফুঁসে ওঠে বার বার। তাই কি বিচারের আগে বিচার বসিয়ে
তর্জনী তুলে হুঙ্কার?
অহমিকার কুআশার গ্রাসে আবছায়ে মানবতা। কার তরে কেউ
কি বোঝাতে চায়, কি বা দিতে চায় বার্তা?


তবে স্বপ্ন ছিল কি অলীক দৃশ্য নিদ্রিত অবচেতনে !
তাই স্বপ্ন এবার দেখব এসো সৌর দীপ্ত ক্ষনে।
আশা হত তবু পথিক এবার নতুন আশার  
নতুন আলোর খোঁজে।
আপশোষ, আজ আপন রাগিনী, নাগিনী মনন
গোপনে গৃহের মাঝে, বাস করে। নিঃশ্বাসে বিষ ঢালে।
এই কি চেয়েছি!
নাকি আশ্বাসে ডুবেছি  অতলে।