হেথা বিশ্বাস ঘাতকতার ইতিহাস আছে সুদীর্ঘ কাল ধরে,
জয়চন্দ্রের বংশজেরা আজো এখানে, এদেশেই বাস করে।
মানবিকতা দেখিয়ে,ব্যার্থ গিয়েছে পৃথ্বীরাজের প্রাণ,
খাল কেটে হেথা এনেছে কুমীর এদেশীয় শয়তান।
অবিশ্বাসী মীর জাফরের শয়তানী ইতিহাস,
সর্ব জয়ার সর্ব অঙ্গে ছেয়েছে সর্বনাশ।
ফির বিশ্বাস করেছে হত্যা নব মহাত্মা বিভাজিত করে দেশ,
বিভেদের বেড়া  একই ঘরে টেনে বুনে গেছে বিদ্বেষ ।
আজও কমিউনিষ্ট ও কমিউনাল মিলে বিচ্ছিন্নতার স্লোগানে,
সুস্থির দেশ অস্থির করে দূর্দশা ডেকে আনে।