আকাশে আভাসে কাল বৈশাখী
এখানে ধূলির ঝড়,
তোমার আমার ক্রোধের তুফানে
গৃহ হারা আপামর।
হরেক নিশানে ঝড়ের প্রতাপ
ছেঁড়া পাতা ডালে ডালে,
কাঠ পুতুলের বাড়তি কদর
কে দিয়েছে কোন কালে!
ঘাস ফুলে যদি ক্ষেত ঢেকে যায়
তবে শষ্যের গোলা শূন্য।
আঁধার আকাশে তারার জন্ম
সে তো মহাজাগতিক পণ্য।