সকাল বেলার দমকা ঝড়ো হাওয়ায়
বিজ্ঞাপনের জানলা গুলো হুড়মুড়িয়ে পড়ে।
রাস্তা জুড়ে লম্বা গাড়ীর ভীড়ে,
ওষ্ঠাগত প্রান।
মান বাঁচিয়ে কেউ ফিরেছে ঘরে।
দূরে মেঘের কৃষ্ণঘন ঘটা।
ঘনিয়ে আসে আঁধার ঘন ঘোর।
শোর উঠেছে পাখির দলের মাঝে।
খোঁজে শাবক আন্দোলিত নীড়।
ভীড় টুটেছে গাঁয়ের গলি পথে,
সীমন্তিনীর সিঁন্দুর মুছে যায়।
দায় প্রমানের, নিয়ত কিম্বা কৃষ্টি।
বৃষ্টি ভেজা চুপসে এলোচুল।
ভুল করে কি একলা কোন মতে!
সাথে সাথে বর্ষা অঝোরধারে।
ফিরে আসার পথ কোথা ঝাপসাতে?