সুর বীণাতে ঢের শুনেছি উচ্চ রাগের আলাপ
এবার দিও কোমল হাতের বর্ষা ভেজা গোলাপ।


বাদল রাতের বিষন্নতা টুকরো চাঁদের আলো,
ঝরে পড়ুক শীতল ধারায় কোমল কমল গালে।
যাক মুছে যাক মলিনতা শিশির কনার মতো
সময় লেপে তুলসী তলায় সুখের প্রদীপ জ্বালো।


মুক্ত মনের পোক্ত ডানা,  ভয় কি অভিশাপ
সঙ্গে যদি থাকে তোমার বর্ষা ভেজা গোলাপ।