নিয়তির সন্ধানে নীড় থেকে পালানো গান গাওয়া পাখির মতো, আমি তোমায় খুঁজি।
বাগানে ফুটে থাকা ফুলের মতো তোমায় খুঁজতে বড় হয়েছি।
সাগরে বৃষ্টির ফোঁটার মতো আমি তোমার আবেশে হারিয়ে যাই।
রৌদ্রোজ্জ্বল দিনে হঠাৎ মেঘের মতো, আমি কেবল তোমাকে অনুভব করতে ছুঁয়েছি।
আমি আর নিজের মধ্যে নেই তবুও তোমাকে অন্বেষণ করতে ভালোবাসি।
শেষ পর্যন্ত আমার ভাগ্য আমি তোমাকে ভালোবাসি ।