নানান প্রকার ক্ষোভ যে আছে, আছে নানান ধরণ
কোন ক্ষোভে হয় যুগের সৃষ্টি, কোন ক্ষোভে হয় মরণ।
ক্ষোভের ফলেই যুদ্ধ করে পেয়েছি স্বাধীন দেশ
অন্য ক্ষোভে দেশটা এখন হচ্ছে আবার শেষ।


এবারের ক্ষোভ ক্ষমতার লোভ সবাই তাতো জানে
অনেক সময় প্রতিবাদের ধ্বনি বেজে ওঠে কারও কানে।
কিন্তু করতে পারেনা প্রতিবাদ- শুধুই মনের ভয়
হচ্ছে তাইতো নৈতিকতার অবিরাম পরাজয়।


দেশমাতা আর আমরাতো একে অপরের অংশ
পরাজয় মেনে থাকলে নীরব-দেশের সাথে আমরাও হব ধ্বংস।
দেশমাতা আর নিজেকে বাঁচাতে- কাঁটিয়ে সকল ভয়
দেশপ্রেম আর সাহস নিয়ে করতে হবে এ ক্ষোভকে জয়।


করতে এ কাজ এখন থেকেই করি সকলে পণ-
দেশের কাজ করব সবে লাগিয়ে শরীর-মন।
করব না কেউ দলাদলি আর, কিংবা পক্ষপাতি
রাখব মনে- আমরা বাঙালী আমরা বীরের জাতি।


দুর্জনেদের থাকুক যতই ক্ষমতা ও কূটবুদ্ধি
আমরা এসব করব ধ্বংস, করব দেশকে শুদ্ধি।
করব রক্ষা লাল-সবুজের মোদের প্রিয় নিশান
আমরা হলাম- স্বাধীন দেশের মুক্ত-স্বাধীন সন্তান ।