করছে না কেউ দেশের সেবা, ধরছে না কেউ হাল,
ভাবছে না কেউ দেশকে নিয়ে, তুলছে না কেউ পাল।
নিজেকে নিয়ে ভাবতে শুধু সবার মাথা ব্যথা,
দেশটাও নিজের কেউ ভাবেনা এই কথা।


রাজনীতিরও রঙ্গমঞ্চে একই রকম চিত্র,
বলছে সবাই- ওরা শত্রু, আমরা দেশের মিত্র।
ক্ষমতার লোভ করি না আমরা- দেশের ভাল চাই,
নির্বাচনে এবার যেন আপনার ভোট পাই।


এলে ক্ষমতায় আমরা এবার ধরব শক্ত হাল,
সব দেখে শেষে জনগণ হেসে, ভাবে – বলে কি বেটা বাচাল !
ভোটের আগে সব নেতারাই এমন কথাই দেয়,
তার সাথে সাথে নিজ দুই হাতে- করে শুধু টাকা ব্যয়।


ক্ষমতায় এলে হয় যে ব্যস্ত তুলতে এসব টাকা,
দুর্নীতি আর ঘুষ নিয়ে করে সবার পকেট ফাঁকা।
দেশকে নিয়ে এভাবেই তারা ব্যবসা করছে খাসা,
এভাবেই তারা দেশের প্রতি দেখায় ভালবাসা।


এই যদি দেশপ্রেমের বর্তমান ছবি,
দেশকে নিয়ে লিখবে শুধু লেখক আর কবি।
বাস্তব তো চায় না লেখা বাস্তব চায় কাজ,
কাজ করতে সবাইকে তাই এগুতে হবে আজ।


সবাই যদি একসাথে হয়ে ধরি দেশের হাল,
চারিদিকেতে ছড়িয়ে যাবে উন্নতিরই জাল।
দেশপ্রেম নিয়ে দেশের সাথে এগিয়ে যাবে তুমি,
সবার সেরা বাংলা, আমার প্রিয় জন্মভুমি।