কে বলেছে;আমি পাই নি তোমায়?
তুমি যে বাতাসে শ্বাস নাও,
আমিও বুক ভরে-
সে বাতাস গ্রহণ করি।


তুমি যে পানি
পান কর,
আমিও তৃপ্তিভরে
সে পানি পান করি।


তুমি যে প্রকৃতি দেখে
মুগ্ধ হও,
আমিও সে প্রকৃতিতে-
মুগ্ধতা খুঁজে পাই।


যে চাঁদের আলোয়
তোমার চোখের জল গড়িয়ে পড়ে-
আমি সেই চাঁদের আলোতেই,
দিঘীর জলে তোমাকে দেখি।


একদিন আমি চলে যাব।
যাবে তুমিও!
তারপর;
কোন এক বৈশাখে-
তোমার সমাধির ধুলো,
উড়ে আসবে আমার সমাধিতে।


তারপর, কোন এক বরষায়
সব ধূলিকণা কাঁদা হয়ে যাবে।
এরপর, যুগ-যুগ কেটে যাবে।
আমার সমাধি ফসলী জমী হবে।


মিশে যাওয়া ধূলিকণার,
সেই জমিতে-
সবুজ ফসলের ঢেউ জাগবে।
কৃষকের মুখে হাসি ফুটবে।


আর আমার আত্মা-
সেই ধূলিকণাকে ভালবাসবে।
তবুও কি ওরা বলবে-
আমি কোনদিন পাই নি তোমায়!