বিষ কি?
কথিত আছে মাত্রাতিরিক্ত যা তা সবি বিষ
প্রয়োজনের বেশী সবি বিষ-
আচার বিচার খাদ্য প্রেম সবি।


তবে সাপ পোকা মাকড়ের যে বিষ
তা সেই নয়।
তা মানুষের বিষ বললে ততটা ভুল ঠাহরে না।


কি অদ্ভুত!  
মানুষ ব্যতীত সকল বিষধর প্রাণীর বিষ
মুখে দাঁতে কিংবা লেজে থাকে
কেবল মানুষই একমাত্র প্রাণী
যার বিষ তার  অন্তরে রাখে।


কি আজব এই মানব জগত
পোকা মাকড়ের বিষ ঔষধে সারে
আর মানবের বিষ ঔষধে বাড়ে।


তার বিষ কাটানোর কোন ঔষধ আজও মিলেনি সংসারে
যা মিলেছে তা শামুক গতি সম
সারতে সারতে আবার বেড়ে যায়
তাই তা চলছে নিরন্তর অসাড়ের দিকে।  


(10/11/2014 এর লেখা )
আগরতলা, এম বি বি কলেজ প্রাঙ্গণ।