প্রাণ খুলে হাসতে গেলে
                     প্রাণে শক্তি লাগে
প্রাণে প্রাণ যোগ হলে
              তবেই তো শক্তি জাগে।
যার হৃদয়ে রং নেই
                 যা কেবল রক্তে ভরা
সে তো মেঘ যুক্ত আকাশের মতো
           বৃষ্টি নেই, খালি মেঘে ভরা।
আশায় যে বসে থাকে মেঘ দেখে
               একটু বৃষ্টি আসবে বলে-
সেকি আর জানে, এই মেঘ যে
     অল্প বাতাসে অন্যত্র যাবে চলে?  
তাই প্রাণ খুলে আর হাসে না;
                    যখন দেখতে পায়-
মেঘ ভরা আকাশ পূব হতে নিমেষে
                     পশ্চিমে ঘুরে যায়।
না যায় সয়ে থাকা আবার না যায় বলা
এভাবেই ঐ প্রাণীটির চির জীবন চলা।