ঘোর অন্ধকারে হটাত আলো আসলে,
টানা কদিন বৃষ্টির পর কালো মেঘ ছাড়িয়ে
হটাত সূর্য উঠলে;
পোড়া আঘাতে মলম লাগালে
হটাত যে শান্তি অনুভূতি হয়
কিংবা নিস্তব্ধ গ্রীষ্মের দুপুরে তপ্ত বায়ুর তরঙ্গে
অকস্মাৎ দমকা হিমেল হাওয়া বয়ে এলে
যেমন অফুরান শান্তি সম্বেদন হয়-
ঠিক সেই রকম অনুভূতি নাকি সেও পায়
যখন তার প্রেমিক, তার মনের মানুষ
মধুর সুরে সীমার মাঝে অসীম আবেগে
একের মাঝে দুইয়ের পরশ হাতড়িয়ে  
প্রাণ খুলে হৃদয় নিংড়ে বলে উঠে
"হে যাদুমণি, হে সুপ্রিয়
জন্মদিনের একরাশ শুভেচ্ছা দিলাম
মুঠোয় করে নিও"।