চলো ঐ গাছ তলায় বসি
সেখানে পাবে নির্মল বাতাস পরিচ্ছন্ন পরিবেশ।
গাছের পূর্ব পাশে পুকুরগড়ে বসে গল্প করব
কোন ফালতু প্রেমের গল্প নয়,
নয় আমি তোমাকে ভালবাসির মত
একশত একটা মিথ্যা কথা।
আমাদের গল্পটা হবে
প্রাচীন কোন লোককথা নিয়ে
শেওলা পুকুরে হাঁসের দাপাদাপি দেখে।
আমরা ফিরে যাবো
দাদা-দাদীদের যুগের আগের যুগে
জানো ঐ যুগটা কেমন ছিল?


আমার যখন মন খারাপ হয় এখানে বসি
অসম্ভবভাবে মনটা ভালো হয়ে যায়
একা হাসি পুরনো কোন কথা মনে করে।


যান্ত্রিক জীবনে মিশে তুমি
আজ নিজেই যান্ত্রিক হয়েছ
হাঁপিয়ে উঠেছ খাপখাওয়া জীবনে
মনে নেই কোন প্রিয়জনের মুখ তোমার
কৃত্রিম ব্যস্ততায় নব সুখের প্রত্যাশায়।
জানি তবুও আজ তোমার মন ভালো নেই
চলো মনটা আগে ভালো করে আসি।


ঐখানে বসে একটু নিশ্বাস নেই।


৪ অক্টোবর ২০১৫ খ্রি.