হে বাংলার মানুষ, ভুলে গেছ আমায়?
কোন স্বার্থের মায়াজালে
পরে না মনে আমার করুণ মৃত্যু
মা বাবার আর্তনাদ
কোন যুবকের বিয়ের স্বপ্ন ছিল
এক তরুণীর সাথে!
যে শেষ রাতেই চলে আসবে
ভারত থেকে প্রিয় বাংলার বুকে।


তোমরা নিলজ্জের মত
আমাকে সামনে রেখে
খাও, ঘুমাও, চলাফেরা কর।
আমি তোমাদের সামনে চিৎকার করি
আমাকে ভুলে যেওনা তোমরা
যারা আমার স্বপ্ন ভাঙ্গল
যারা আমার জীবন কেড়ে নিল
তোমরা তাদের ক্ষমা করনা
বদলা নাও বদলা।


নয়ত আমার মত হবে তোমাদের
জীবন দিবে তোমাদের আর এক ফেলানী
আর এই লাশ নিয়ে নৃত্য করবে
ইন্ডিয়ান অসুরেরা
আর লাশ ঝুলে থাকবে কাঁটাতারে
যেমন রেখেছিল আমাকে
তোমাদের কি কিছুই করার নেই?