রাত ঘুম টা হউক ভালো তোমার প্রিয়তা
আমি না হয় জেগেই রাত কাটাই।
নিকোটিনের ধুম্রজালে কিংবা সুরা একটু পানে
একটা দুইটা তারা গুনি; ঝিঁঝিঁ কিংবা নিশাচরীর
জেগে থাকার গল্প শুনি।
আর ভুল দেখা স্বপ্নের বেলুন ফাটাই
রাত টা না হয় জেগেই কাটাই।


হয়নি কথা এক সাথে চলার কিংবা নির্ঘুম রাত গল্প বলার
ছিড়ে গেছে প্রেমের কাবিননামা হয়ত বা ভুল করে,
দুজনের পথ হয়ে গেছে আলাদা ভালোবাসা গেছে মরে।
তবুও আমি ভুল করে বেসুরে গান গাই
রাত টা না হয় জেগেই কাটাই।