এবং
আমি চোখ বন্ধ করি
বন্ধ হয় মুখের কথন, কানের শ্রবণ
হাতদুটো যথারীতি পকেটে পুরলাম
ভদ্রবেশী কাপুরুষ ।
সাথে যারা ছিল সকলেই
প্রতিবাদহীন।


নিমিষে ঘটে ঘটনাটা।


চারদিকে ছড়িয়ে পরে
আলোকগতিতে,
ভরে যায় ফেইসবুক, টুইটার,
গুগল প্লাস, অনলাইন-প্রিন্ট পত্রিকা।
আলোচিত হয়
চায়ের দোকানে, রাস্তার মোড়ে,
যেখানে সেখানে
আড্ডার মূখ্য বিষয়।


মানববন্ধন, আলোচনা, প্রতিবাদ হয়
হয় অনশন,
দেয় মানবাধিকারীরা আল্টিমেটাম।


তারপর কেটে যায় অনেকদিন
অন্য দশটা ঘটনার মতো চাপা পরে
মনের গোডাউনে
সর্বক্ষেত্রে।
ভুলে যাই আমি, ভুলে যায় সব মানুষ।


আসলে কি ঘটেছিল সেদিন?
তা আর কেউ জানি না
মনে করার চেষ্টাও করি না
কিংবা হারিয়ে গেছে স্মৃতি থেকে
সামান্য অন্যকোন ঘটনার মতো।


কিন্তু ভুলে নি
সেদিন যার গিয়েছিল
যাদের গিয়েছিল।


অতঃপর
তারা তাই নিয়ে বেঁচে থাকে সহস্র বছর।


জরীফ উদ্দীন
১০/০৬/১৬