এক
ভুলে যেও যদি ভুলতে পারো আমাকে
পলস্তারা পরা বিবর্ণ স্মৃতি পাশ কাটিয়ে
পিছু ডাকবো না কখনো আল্লাহর কসম
যদি বলো সামনে আসব না কোনদিন
শিকল পরাবো দুটি পায় দ্বিধাহীন
তোমাকে দেখতে মানা করলে নিব অন্ধত্ব
শাহাদত আঙ্গুল দিয়ে টেনে বাহির করব নয়নের মনি
যদি বলো তোমাকে নিয়ে বলব না কোন কথা
জিহ্বা কেটে ফেলায় দিব চৌরাঙ্গীর মোড়ে
যদি চাও তোমাকে নিয়ে কোনো কবিতা লিখব না
কেটে ফেলব দুহাতের বৃদ্ধা আঙ্গুল।


দুই
তবুও ভালো থেকো তুমি ভালো থেকো
তোমার মুখে লেগে থাক পুন্নিমার চান
তোমার গলায় চকচক করুক মুক্তার হার
মাথাটা উঁচু করে থাকো তালগাছের লাহান
সউগ মানষক কয়া দাও চিক্কর দিয়া
তোমার লগে আছিল না আমার কোন ভাও
দ্যাখো নাই কোন দিন আমারে জমিনের উপর
চেনা নাই জানা নাই জন্মজন্মান্তরে
তাকেই বানাও পরাণের মানুষ যে তোমার খুব চেনা
নাম খোদাই করে রাখো গহীনে সংগোপনে
যে তোমাকে ভালোবাসবে আমার চেয়েও দশগুণ
তুমি তাকে ভালোবাসবে জানের চেয়ে বেশি
তারে নিয়ে কর সংসার জীবন।