অভিশপ্ত,আঙিনায় দূষিত নগরী মৃত্যুর মিছিল থামছেই না৷


পৃথিবী জুড়ে আত্মচিৎকার মানব রচিত সব
আয়োজন থমকে গেছে৷
,থেমে গেছে বল প্রদর্শনী সব কলাকৌশল৷


প্রকৃতি,সেজেছে তার আপন রুপে আলো ছাঁয়া র্নিমলতায়৷ ২১ শতকে, বিশ্ব হাজির নির্মমতায় শীর্ষে


মানচিত্র রক্তে ভেজা মানবতা ধুঁকছে।ধর্ষণ -লুট হত্যা যাদের নিত্য দিনের খেলা,আমি তুমি আছি হুক্কা হুয়া সব শেয়ালের মেলা৷


অদৃশ্য, ভাইরাসে লড়ছে মানুষ বাঁচার আকুতি ভুলে গেছি ভাই হুশ কেন নাই মৃত্যুই চিরো সত্যি৷