করোনার, চেয়ে শক্তিশালী আমরা। পৈশাচিক হাঁসির মৃত্যুর ক্ষণ
আরো এগিয়ে আসছে।

করেছি গঠন এমন জীবন
শোকের  বদল হাঁসছে লোকে!

সত্যবাদী-বল তুমি সততায়  নিষ্ঠা যার
উচু উচু  দালানের নিচে
ক্ষুধার্তের হাহাকার ৷

প্রতিযোগিতা দুর্নীতিতে
আদর্শ  বিক্রি হচ্ছে রোজ ৷ মেধার মূল্য দিচ্ছি না কেউ অধ্যক্ষের পরিষদ ৷

স্বদেশ ভূমি মাতৃ আমার তারা দিয়ে প্রাণ উজার করে শহিদের তরে  সম্মান

ইতিহাস পড়ে উচ্ছ্বাস  জাতী
দিয়েছি কি ত্যাগের দাম ???