হাসি  নাকি  অনেক  রকম
অনেক কিছুই বোঝায় !
কেউ বা  আবার  হাসির ছলে
কিছু  কষ্ট লুকায়।
কারো আবার হাসতে  মানা
পরাজিত মন- হাসি নাকি বাড়িয়ে দেয় মনের  দাবানল।  হাসি আবার
কারো কাছে বিরক্তির  বহিপ্রকাশ,
মনে  বুঝি  রং   লেগেছে
কি দারুন   উপহাস।
হাসার মাঝে  থাকে সুখ   হাসিতেই  হলো প্রাণ। শত কষ্টে  হাসতে যে  জানে
   সেই তো মহান।