হিসেবের, হেয়ালী পনা নিদারুন কিছু সত্য
চাপা কথার অন্তরালে বিলুপ্ত  মনুষ্যত্ব।
আমার, আমি বন্দি দেয়াল নতুন পর্বে নতুন খেয়াল জং ধরা মনের মাঝে নতুন করে বাঁচার খেয়াল।
অসিম, যন্ত্রনায় ভঙ্গুর হৃদয়ে একচিল্তে মৃদু হাসি- বোঝেনি কভু কিছু মানুষ কতটা ভালোবাসি।
ভাজ, করা পুরনো শার্টে পুরনো স্মৃতি দখলে করে,
ভবঘুরে ভাবছো বুঝি এই অবেলাতে খোজ কারে? অন্ধকার, নির্ভিতে হেটেছি  বহুপথ মৃত নগরী
ব্যথিত মনে  জ্বলছি  আজোও প্রকাশ শুধু হয়নি।দুস্বপ্নের, যাত্রীদের প্রদ্রিপ নিয়ে কেউ খোজে না
সুস্থ সমাজের তাদের বাস অভিশপ্তেদের কেউ  বোঝেনা। যন্ত্রনায় শূন্য ঘরে শূন্যতাকে সঙ্গী করে দেয়াল জুড়ে তারই বিচরণ ৷