বর্নহীন, চাওয়া গুলো হয়তো হয় না পাওয়া।
চাইলেই সে আসে না কাছে
জীবন টাই যে ধাধা! রুপকথার কোনো
গল্পের যদি হিরো হতাম আমি এক নিমিষেই
মিলিয়ে দিতাম দুঃখ নামের গ্লাণী।
পৃথিবিটাই করে দিতাম সুখের একটি ভূমি।
বদলে যাওয়া দিন গুলোতে করবো অনেক মজা
ইচ্ছে হলেই করে দিবো নিঃস্ব কাউকে রাজা
কাঁদবে না আর একটি শিশু ও ক্ষুধার্ত পেট নিয়ে
টাকার জন্য কোনো বোনে আর ইজ্জত
দিবে না বিলিয়ে
ক্ষমতার জড়ে  হানাহানি সব যাবে মিটে
একটি সুন্দর পৃথিবী গড়বো সবাইকে সাথে নিয়ে
ধর্ম বর্ন মিলেমিশে হবো যে সবার
আমরা আছি তোমরাও এসো হয়ে একা কার।