ভাগ্যের, সাথে রোজ করি খেলা ছিন্নমুল
যাযাবর,  প্রতিবাদী আর হিংস্র বলিস এইটাই যে সম্বল। অভিমান করা ভুলে গেছে আমি করি না আর কারো সাথে অভিমান যত পুষে  রেখেছি ক্ষত  সব তো   নিজেরই  সাথে।  সস্পর্কের  ভাঁজ
করা তারে নিলাম এর অজুহাত,
আমার কেউ ছিলোনা কভু যা ছিল অনুতাপ।
আগ্রাসী  মানব হিংস্র  মনে
চারিদিকে বিষ ছুঁড়ে
সর্ববিন্যাস একঘেয়েমি  নোংরামির পাটাতলে। ভালো আছি ভাই বলতে সহজ
আসলেই কি ভালো মন কথার ছলে আঘাত দেয়া তারাই তো প্রিয়জন।