স্মৃতির, মাঝে হাতড়ে বেড়াই হারানো
সেই দিন ক্লান্ত আমি ব্যর্থ সময় কাটছে প্রতিদিন। ছিন্নভিন্ন স্বপ্ন গুলো করছে আন্দোলন
কোথায় পাবো একমুঠো সুখ হারানো প্রিয়জন।
নিঃসঙ্গতায়, খুঁজে ফিরি চেনা সেই মুখ
হঠাৎ করেই থমকে দাঁড়াই  কেপে উঠে বুক।
আঁধার বড্ড ভালোই লাগে আলোর থেকে দুরে এমনি একদিন হারিয়ে যাবো আসবো না আর ফিরে।