নির্মিত অট্টালিকা আমার নয়।

খোলা আকাশে দীর্ঘশ্বাসে।

মুক্ত বাতাশ তাও আমার নয়!

হয়েছি ভেঙ্গে চুরমার বহুবার।

দায়সারা ভাব হয়েছে স্বভাব  ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ।  

যোজন দূরে ভাবায় মোরে

বিশালতার স্তরে ক্ষুদ্রতায়।