প্রাক্তির খাতা শূন্য প্রায়)


জসিম আহমেদ..........


দূরত্ব, বেড়েছে অভিমানে
ব্যস্ততার অজুহাত এক তরফা যাচ্ছে
জীবন বৈরিতার অনুতাপ।


প্রস্থানে  বুঝি পূর্ণতা  সমঝোতায়  কি সুখ
বিষন্নতা  জাগা রাত্রি গুলো কি
মনের ই অসুখ ?


দুরন্ত.মনে ছুটে চলা ফেলে আসা শৈশবে
চাঞ্চল্য উদ্দীপনায় লুকো  চুরির উৎসবে।


কতটা প্রখর না বলা কথা
স্বপ্নের বলিদান  দাম্ভিকতায়  স্বভাবসুলভ আধুনিকতা যার নাম।  


ক্ষনিকেরও, তরে চাহিয়াছে তারে অনুলিপি সম্ভার ফেকাসে মলিন চাহনি ওহে  ছিলাম কভু তার!  


ক্ষুদ্র সময়ে  চাওয়ার হিসেবে না পাওয়ার পাল্লা ভারী কয়জন আর খোজ রাখে বলো মিছেই করি আঁড়ি।


হিসেব, কষে দেখেছি  বহু প্রাক্তির খাতা শূন্য প্রায় থেকে যাওয়াটা জরুরি নহে জরুরি  ভাবছি চলে যাওয়াই।