স্বপ্ন দেখা বা স্বপ্ন পুরোন তো এক নয়
স্বপ্ন তো সবার দেখার অধিকারও
নেই স্বপ্ন হল অদৃশ সুখ তাকে শুধু
কল্পনাতেই ভালো মানায়
কি হবে শুধু শুধু স্বপ্নের প্রাসাদ তৈরী
করে যদি সে প্রাসাদের
প্রবেশের কোনো যোগ্যতাই না থাকে
স্বপ্ন বিলাসীদের তো স্বপ্ন পুরোনের
কোন জোর নেই তারা
জানে স্বপ্ন ভঙ্গের মানে
বিধাতার সুন্দর এই ভূবণে কত
স্বপ্ন ঝড়ে যায় ইট পাথরের নগরীতে
ব্যস্ত চারি পাশ উচু উচু দালানের
ভিড়ে কত স্বপ্ন চাপা পড়ে আছে কেউ
কি কখনো শুনেছো স্বপ্ন ভাঙ্গার
চিৎকার না কেউ শুনেনি শুনার তো কথা নয়
স্বপ্ন ভাঙ্গার তো কোন সব্দ হয় না
নিচুপে শেষ করে দেয়
স্বপ্নের প্রিয় ক্যানভাস হারিয়ে যেতে
চায় কোন অজানায়
স্বপ্ন তুই স্বপ্নই থাক কি হবে বল
তোকে দেখে
স্বপ্ন দেখা ইচ্ছে আমার
অনেক আগেই যে গেছে মরে