হোক প্রতিবাদ সোচ্চার  হয়ে ঘৃনার থাবায় মুখ লুকিয়ে খুলে ফেল তার সভ্য মুখোশ উপড়ে নেয় তার খুঁটির জোর।


ইন্ধন যোগায়  ভেলকি বাজি বিবর্ণ
সমাজ  কুলে বোধশক্তি খুইয়ে  মানুষ পশুতে  আজ রুপান্তরে।


চেতনাবাজী ধর্মের দহাই কিজে বলো কিছুই নাই সব গুটিবাজ বসছে মেলা
উলঙ্গ  আমার মাতৃবাংলা।